Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গোটা দেশে দৈনিক করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। যা গতকালের তুলনায় ৩ হাজার ১৪৬ জন বেশী। এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল এই সংখ্যাটা ৭২ জন ছিল। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ২২০ জন। 
এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। এখনো অবধি দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জনের। এছাড়া সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ৩.৪৭ শতাংশ। এখনো পর্যন্ত দেশ জুড়ে মোট ২০৯.২৭ কোটি ডোজ ভ্যাক্সিনেশন সম্ভব হয়েছে।