নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহ থেকে আজ অবধি জেলাতে মোট ১০৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে জেলা জুড়ে ডেঙ্গি সচেতনতা চলছে। গত জুন মাসে জেলাতে যেখানে আক্রান্তের সংখ্যা বারো জন ছিল। সেখানে চলতি মাসে আক্রান্তের সংখ্যা ৪৪ জন। তবে এখনো জেলাতে কোনো মৃত্যুর খবর নেই।
জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত বছর জানুয়ারী মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তেরো জন ছিল, ফেব্রুয়ারী মাসে চোদ্দ জন ছিল, মার্চ মাসে সাত জন ছিল, এপ্রিল মাসে দশ জন ছিল, মে মাসে সতেরো জন ছিল, জুন মাসে পনেরো জন ছিল ও জুলাই মাসে চৌত্রিশ জন ছিল। আর চলতি বছর জানুয়ারী মাসে ডেঙ্গ আক্রান্ত তেরো জন, ফেব্রুয়ারী মাসে এগারো জন, মার্চ মাসে ন’জন, এপ্রিল মাসে ছ’জন, মে মাসে আট জন, জুন মাসে বারো জন এবং জুলাই মাসে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য বিশ্বনাথ রায় এই প্রসঙ্গে জানান, “ডেঙ্গি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। চলতি বছর অনেক আগে থেকেই ডেঙ্গি রোধে জেলা জুড়ে কাজ চলছে। সেজন্য বর্ষার সময় ডেঙ্গির যে প্রকোপ বাড়ে কার্যত তা অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। আর যে এলাকাগুলোতে ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছে সেই এলাকাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here