নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১ হাজার ৩৩৫ জন। যা আগের দিনের তুলনায় ১১০ জন বেশী।
এখন দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৭২ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯১৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা সামান্য কমে ৬ লক্ষ ৬ হাজার ৩৬ জনের পরীক্ষা করানো হয়েছে। গতকাল পজিটিভিটির হার ছিল ০.২০ শতাংশ। আর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ০.২২ শতাংশ।
অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে করোনা নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হচ্ছে। আজ থেকেই মহারাষ্ট্রে সমস্ত করোনা বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। উল্লেখযোগ্য হারে মিজোরামেও করোনা সংক্রমণ বেড়ে গেছে।
এই মুহূর্তে করোনা সংক্রমণের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে মিজোরাম। এছাড়া চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।