নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশের দৈনিক করোনা সংক্রমণ কিছুটা লাগাম টেনেছে। আপাতত দৈনিক করোনা সংক্রমণ ২ লক্ষের নীচে নেমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যার পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও কমে গেছে। আজ দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ১৫.৭ থেকে ১১.৬ শতাংশে নেমে এসেছে। সাপ্তাহিক করোনা সংক্রমণের হার ১৫.২৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু্র সংখ্যা ১ হাজার ১৯২। ফলে দেশে করোনায় মোট মৃত্যু্র সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ২৪২। শুধুমাত্র কেরলেই ৬৩৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
আর দেশে সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯ জন। এবার করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে এক নম্বরে কেরল ও দ্বিতীয় তালিকায় কর্নাটকের নাম উঠে এসেছে।