Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩ জন। যা গতকালের তুলনায় ৯০ শতাংশ বেশী। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৫০ জন।

বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। আজ দৈনিক সংক্রমণের হার এক ধাক্কায় ০.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২ জন।

কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশী অর্থাৎ ৯৪০ জন। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাকি ২১৩ জন কেরলের বাসিন্দা। আর সারা ভারতে এখনো অবধি মোট ১৮৬ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ জনের ভ্যাক্সিনেশন হয়েছে।