Indian Prime Time
True News only ....

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখের কাছাকাছি

- sponsored -

- sponsored -

নিজস্ব স্নবাদ্দাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মোট ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত বছরের জুন মাসে দেশে দৈনিক এক লক্ষ করোনা আক্রান্ত হওয়ার গণ্ডি পার করেছিল। দৈনিক সংক্রমণের হার ১৩.২৯ শতাংশ।

এদিকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯ জন। আর গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন। সুস্থতার হারও কিছুটা কমে ৯৬.৬২ শতাংশে দাঁড়িয়েছে। 

একই সঙ্গে দেশে দ্রুত হারে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩ জন। কিন্তু ইতিমধ্যে ১ হাজার ৫৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষ স্থানে থাকা মহারাষ্ট্রে যেমন গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩৮৮ জন। তেমনই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬২ জন।

ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লিকে টপকে এবার রাজস্থানে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯ জন। ও দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। অবশয় বিশেষজ্ঞ মহল আচমকা করোনার এই বৃদ্ধির পিছনে ওমিক্রনকেই দায়ী করছেন। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored