অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কর্মীদের মধ্যে ব্রুসেলোসিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৪০০ জনের নমুনা পরীক্ষার পর আরো ৪৫ জনের শরীরে ব্রুসেলা নামক ব্যাক্টেরিয়ার সন্ধান পাওয়া গেছে।
সম্প্রতি প্রাণীবন্ধুরা গবাদি পশুদের ভ্যাক্সিন দিতে গিয়ে সিরিঞ্জ ভেঙে ভ্যাক্সিন ছিটকে কারোর চোখে ও নাকে-মুখে লাগে। এমনকি আবার কারোর গায়ে পশুদের ছটফটানিতে সিরিঞ্জও ফুটে গেছে। ফলে এরপর থেকে ব্রুসেলোসিস আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে।
আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে আবার নতুন করে দুই জন ব্রুসেলোসিস আক্রান্ত হয়েছেন। এই ব্রুসেলোসিসের উপসর্গগুলি হলো- পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, মেরুদণ্ডে ব্যথা, শরীরে দুর্বলতা এবং প্রচণ্ড জ্বর। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।