নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখেই বাঁ দিকে ট্রেনের একটি পুরোনো কামরাকে সাজিয়ে ঝকঝকে রেস্তরাঁর রূপ দেওয়া হয়েছে। যা দেখতে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। এই চলন্ত ট্রেনের কামরায় রসনা তৃপ্তির ব্যবস্থা আছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যাচ্ছে, রেলের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। এরপর একটি বেসরকারী সংস্থা বরাত পেয়ে সেই রেস্তরাঁ চালানোর অনুমতি পেয়েছে। প্রায় তিন মাস থেকে ওই রেস্তরাঁ তৈরীর কাজ চলছিল। ওই কামরাটিকে রং করে সেখানে বাংলার নানা ঐতিহাসিক স্থানের ছবি তুলে ধরা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুরো রেস্তরাঁটি শীতাতাপ নিয়ন্ত্রিত। সেখানে মডিউলার কিচেন রয়েছে। কোচের ভিতরে যাত্রীরা যাতে স্বচ্ছন্দে বসে খাবার খেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১২ টা অবধি এই রেস্তরাঁ খোলা থাকবে। এর আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার স্টেশনে এমন কোচ রেস্তরাঁর ব্যবস্থা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
নিউ জলপাইগুড়ি ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার এটি উদ্বোধন করেন জানান, ‘‘বেশীর ভাগ পর্যটক নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর আশেপাশে ভালো রেস্তরাঁর খোঁজ করেন। তাই এই রেস্তরাঁয় বসে খাওয়া থেকে নিয়ে যাওয়া দু’ধরনেরই সুবিধা থাকবে। আর আমিষ-নিরামিষ সব ধরনের খাবারই পাওয়া যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here