ব্যুরো নিউজঃ ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এবার করোনা ভাইরাসের নয়া রূপ এক্সইর সন্ধান পাওয়া গেল। গত ১৯ শে জানুয়ারী প্রথম ব্রিটেনে এক্সই চিহ্নিত হয়েছিল। করোনাভাইরাসের এই নয়া রূপ ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশী সংক্রামক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ ও বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি হয়েছে। এখনো অবধি ৬০০ টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। কিন্তু সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও এক্সইর মারণক্ষমতা কম।
যদিও আমেরিকায় এই নয়া ভাইরাসের প্রভাবে সংক্রমণ শুরু হয়েছে। সম্প্রতি হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, বিএ.২ উপপ্রজাতি এক্সই করোনা ভাইরাসের অন্যান্য রূপে ছাড়াও ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশী গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম।