রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানে এলো জাতীয় মহিলা কমিশন।
জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ রাজুলবেন এল দেশাইয়ের উপস্থিতিতে বর্ধমান সার্কিট হাউসে বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা ও পুলিশ সুপার কামনাশীষ সেনের সঙ্গে বৈঠক চলে।
Sponsored Ads
Display Your Ads Here
বৈঠক শেষে চেয়ারপার্সন পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক হিংসায় আহত, ঘরছাড়া এবং অত্যাচারিত যে সমস্ত নির্যাতিতা ছিলেন তাদের অভিযোগ শোনার পাশাপাশি তাদের আশ্বস্ত করেন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=L41YASJBbgI
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে অভিযোগ জানাতে যাওয়ার পথে নির্যাতিতাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি জনৈক্য কয়েকজনের বিরুদ্ধে নাম-ঠিকানা নথিভুক্ত করে ভিত্তি প্রদর্শনের অভিযোগ ওঠে। রাজুলবেন এই কথা শোনার পর বেরিয়ে এসে নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন ও পুলিশের সাথেও কথা বলেন।
এদিন পূর্ব বর্ধমান ছাড়াও নদীয়া, বীরভূম সহ পশ্চিম বর্ধমান থেকে আসা নির্যাতিতারা কমিশনে অভিযোগ জানাতে উপস্থিত হন।