চয়ন রায়ঃ কলকাতাঃ ২০১৭ সালে সাংগঠনিক নির্বাচনে পাঁচ বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর আজ পুনরায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
যেখানে রিটারনিং অফিসারের ভূমিকায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ছিলেন। এছাড়াও অভিনেতা, সাংবাদিক, বিশেষ পর্যবেক্ষক সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সব রাজনৈতিক দলকে আমন্ত্রন জানানো হলেও একমাত্র বিজেপিকে ডাকা হয়নি।
জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যেকোনো রাজনৈতিক দলকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে সাংগঠনিক নির্বাচন করতে হয়। সেই কাঠামো নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ২০১৭ সালে তৃণমূলের শেষ সাংগঠনিক নির্বাচন হয়। পাঁচ বছর পর ২০২২ সালে আবার প্রধান পদের জন্য এই নির্বাচন সম্পন্ন হলো।
আর চলতি বছরও আগামী পাঁচ বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত হয়েছেন।