নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ নদীয়ার হাঁসখালি থানার মামজোয়ান গ্রাম পঞ্চায়েতের জয়নারায়ণপুর গ্রামে নিজের বাড়িতে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতার নাম বাসনা সরকার। বয়স আনুমানিক ৭২।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে বাসনা দেবী মানসিক ভাবে অসুস্থ ছিলেন। এদিন সকাল পেরিয়ে বেলা গড়ালেও তাকে ঘর থেকে বেরোতে না দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, বাসনা দেবীর নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। আর দুটি চোখও নেই।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর প্রতিবেশীরা রানাঘাট থানার পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এর পাশাপাশি কে বা কারা কি উদ্দেশ্য খুন করেছেন তাও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।