মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার রঘুনাথপুর পঞ্চায়েতের পশ্চিম নাটুরিয়া গ্রামে শ্বাসরোধ করে শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, দশ বছর আগে পেশায় ঠিকাদার রুহুল আমিন ইসলাম রেহেনা বেগমকে বিয়ে করেন। এর আগেও রুহুলের স্ত্রীর দু’টি শিশুকন্যা হলে সে রেহেনাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন। এরপর স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হওয়ায় রুহুল এবং পরিবারের সদস্যেরা রেহেনার উপর মানসিক চাপ দিতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি ‘মেয়ে জন্মালে মেরে ফেলব’ বলে হুমকিও দেন। তারপর সোমবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় রুহুল রাগের বশে সদ্যোজাত ওই শিশুকন্যাকে গলা টিপে খুন করেন। পরদিন সকালবেলা প্রতিবেশীরা সদ্যোজাত স্নতানকে দেখতে গেলে ওই শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ রুহুলকে গ্রেফতার করে মৃত শিশুকন্যার দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এর পাশাপাশি এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here