ব্যুরো নিউজঃ ওয়াশিংটনঃ সামান্য অসাবধানতা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। যা মৃত্যু অবধি গড়াতে পারে। এবার এমনই এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে তিন বছর বয়সী এক শিশু বন্দুক নিয়ে খেলতে খেলতে নিজের মা’কেই হত্যা করে ফেলে। মিডওয়েস্টার্ন সিটির ডলটন এলাকার সুপার মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ছোটো শিশুটি গাড়ির পিছনের দিকে সিটে বসেছিল। আর মা-বাবা গাড়ির সামনের দিকে বসেছিল। হঠাৎ করে শিশুটির হাতে বাবার বন্দুক চলে আসতেই গাড়ির ভিতরেই সেই বন্দুকটি নিয়ে খেলা করতে শুরু করে।
এরই মধ্যে খেলেতে খেলতে সে বন্দুকের ট্রিগারে চাপ দিতেই গাড়ির সামনের সিটে বসে থাকা শিশুটির মা’র অর্থাৎ ২২ বছর বয়সী দায়েজাহ বেনেটের ঘাড়ে গিয়ে গুলিটি লাগে। তারপর শিশুটির বাবা বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাত দায়েজাহ বেনেটকে শিকাগো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পুলিশ ওই শিশুটির বাবাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে, ওই বন্দুকটি বেআইনী ছিল কিনা। যদি বন্দুকটি বেআইনী হয় তবে ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।