নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার গঞ্জামের বেরহামপুরে ১০ বছর বয়সী মেয়ে বিস্কুট ও চকলেট খেতে ৫ টাকা চাওয়ায় গরম লোহার রড দিয়ে মেয়েকে মারধর করার অভিযোগ উঠল সৎ মার বিরুদ্ধে।
এরপর চতুর্থ শ্রেণীতে পড়া ওই মেয়েটি টিউশন যাওয়ার সময় প্রতিবেশীরা তার গালে, পিঠে এবং কাঁধে ভয়াবহ সব আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন। এরপর এমকেসিজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসার পর একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে রাখার ব্যবস্থা করা হয়।
পরে মেয়েটির কাকা পুলিশের কাছে মেয়েকে হত্যার চেষ্টা করার অভিযোগ দায়ের করলে পুলিশ মেয়েটির সৎ মাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েকে গরম লোহার রড দিয়ে মারধর করার পর তিনি শিশুটির ক্ষতচিহ্ণগুলি ফেস পাউডার দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন।
এমনকি এই বিষয়ে যাতে কাউকে কিছু না বলে সেই ব্যাপারেও শাসিয়ে রেখেছিলেন। কিন্তু শেষমেশ বিষয়টিকে ধামাচাপা দেওয়া সম্ভব হলো না।