নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের নানুরের মড্ডা গ্রামে স্বামী স্ত্রীকে ছুরি দিয়ে ব্যাপক ভাবে মারধর করার সময় শাশুড়ি বাধা দিতে আসলে সেই বাধা পেয়ে জামাই রাগের চোটে শাশুড়ির গলার নলি কেটে দেন। এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র কয়েক মাস আগে এই গ্রামের মফিজা বিবির মেয়ের সাথে ময়ূরেশ্বরের কাসেম শেখের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকায় স্ত্রী বাপের বাড়িতেই ছিলেন। কিন্তু গতকাল রাতেরবেলা হঠাৎ করে কাসেম শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হন।
এরপর বাড়িতে ঢুকেই স্ত্রীর দিকে ছুরি নিয়ে তেড়ে যান। স্ত্রী প্রাণে বাঁচতে চিৎকার করতে শুরু করলে শাশুড়ি ছুটে আসেন। তারপর জামাই শাশুড়িকে ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। এমনকি কোপাতে কোপাতে শাশুড়ির গলার নলি কেটে দেন। এছাড়া এই ঘটনায় স্ত্রীও আহত হয়েছেন।
নানুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত পলাতক কাসেমের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছেন।