নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকার শ্যামপুর গ্রামে গত সাত দিন থেকে একমাত্র ছেলের মৃতদেহ আটকে রইলেন মা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শ্যামপুর গ্রামের বাসিন্দা টুসু দাস ৩৮ বছর বয়সী একমাত্র ছেলে সঞ্জয় দাসকে নিয়ে থাকতেন। গতকাল রাতেরবেলা থেকে টুসু দেবীর বাড়ি থেকে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ ওই বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর বাড়ি থেকে সঞ্জয়ের পচাগলা দেহ উদ্ধার করা হয়। আর ঘর থেকে টুসু দেবীকেও অচেতন অবস্থায় উদ্ধার করে পারা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এদিন পুলিশ টুসু দেবীর সাথে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি কথা বলার মতো অবস্থায় ছিল না।
পাশাপাশি সঞ্জয়ের মৃতদেহ পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় অত্যাধিক মদ্যপান করতেন। তাই মদ্যপানের জন্য মৃত্যু হয়েছে না এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে স্পষ্ট ভাবে জানা যাবে।