নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরে রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার উপস্থিত হয়েছেন। এইদিন বুনিয়াদপুরে নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারকে বিজেপি দলীয় কর্মী সমর্থকরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুইটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে সরব হন। ডঃ সুকান্ত মজুমদার বলেন, “বর্তমান রাজ্য সরকার কোনো বাঁধ মেরামত করে না আর সেই কারণেই দুর্বল বাঁধ ভেঙে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার ৬০% টাকা পাঠালেও সেই টাকা সঠিকভাবে ব্যবহার করা হয় না”।
পাশাপাশি ডঃ সুকান্ত মজুমদার আরোও বলেছেন যে, “পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দাদন খাটতে যেনো ভিন রাজ্যে যেতে না হয় সেই কারনেই বিজেপির আন্দোলন জারি থাকবে”।
এইদিন ডঃ সুকান্ত মজুমদারের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন, বিজেপি মালদা জেলার অবজারভার শুভেন্দু সরকার, বিজেপি নেতা গৌতম চক্রবর্তী, তিন জেলার বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার, গৌতম রায় ও স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।