আগামীকাল থেকে টাকা ঢুকতে চলেছে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে

Share

রায়া দাসঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকবন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন। এর জন্য ২৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “২০২৪-২৫ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষকবন্ধু প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে সহায়তা করা হবে। আগামীকাল (শুক্রবার) থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে”

এদিন মুখ্যমন্ত্রী এও জানান,  “রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে। চলতি বছর এখনো অবধি ৫ হাজার ৮৫৯ কোটি টাকা সহায়তা করা হয়েছে। ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়। ওই সময় থেকে এই প্রকল্পে ২১ হাজার ১৩৪ কোটি টাকা সহায়তা করা হয়েছে।” পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এটা পুরোটাই রাজ্যের টাকা। কেন্দ্রের কোনো সহায়তা নেই।”


অন্যদিকে, বাংলার শস্য বিমার কথা প্রসঙ্গে বলেছেন, “নভেম্বর মাস পর্যন্ত ১ কোটি ২ লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। আর বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রভাবে কৃষকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে। নতুন ৬৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। সুতরাং জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে।”



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031