নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ আন্তর্জাতিক নারী দিবসে এক বড়ো উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি লোকসভা ভোটের আগে গ্রাহকদের স্বস্তি দিতেই রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে একশো টাকা করে কমানোর সিদ্ধান্ত নিলেন। যা মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মুখে হাসি এনে দিল।
নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, ‘‘এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে। বিশেষ ভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে। রান্নার গ্যাসকে আরো সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি। এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন ও তাদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির অনুসারী।’’
সরকারী সূত্রের খবর, আজ রাত ১২টার পর থেকেই রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হবে। প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে দু’শো টাকা কমিয়েছিল। ওই সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছিল। কিন্তু দাম কমায় তা ৯০০ টাকায় নেমেছিল। এবার আরো একশো টাকা দাম কমায় এলপিজি গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা ৮০০ টাকায় পাবেন।