রায়া দাসঃ কলকাতাঃ এবার সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে কলকাতার এক মডেলকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার কসবা থানায় নির্যাতিতা ধর্ষণের অভিযোগ দায়ের ওই দুই ব্যক্তির নামে। মডেলের অভিযোগ পত্র অনুযায়ী, এই দুই ব্যক্তি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত।
মডেলের অভিযোগ, ২০২৩ সালের আগস্ট মাস, থেকেই একাধিকবার ধর্ষণ করা হয় তাঁকে। বার বার সিনেমা, সিরিজে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করতেন এই দুই ব্যক্তি। ধর্ষণ, অপরাধ মূলক ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ষড়যন্ত্র ধারাতে কসবা থানা মামলা রুজু করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
মডেল তরুণীর অভিযোগ অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রি নানা পার্টিতে তরুণীকে নিয়ে যেতেন ওই দুই যুবক । এরপর সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবার বিভিন্ন জায়গায় তরুণীকে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন । কয়েক মাস পরে তরুণী বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন । ওই দুই যুবকের মধ্যে কেউই প্রযোজক নন, বা বিনোদন জগতের সঙ্গে তাঁদের কোনোরকম যোগাযোগ নেই । তরুণীর দাবি, এরপরেই তিনি একাধিকবার ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁরা তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাননি বলে অভিযোগ । এরপরই ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন ।
Sponsored Ads
Display Your Ads Here