নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ টোল ট্যাক্স আদায়ের বিরোধিতা করতে গিয়ে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম নিগ্রহের শিকার হন। এই ঘটনাকে কেন্দ্র করে ফারাক্কার কেদুয়া এলাকা ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, মণিরুল ইসলাম টোল ট্যাক্স আদায়ের বিরোধিতা করতে গেলে টোলের মালিক সায়ন বিশ্বাস তাঁর উপর হামলা চালায়। অভিযোগ ওঠে যে, অনেকদিন ধরেই সায়ন বিশ্বাসের বিরুদ্ধে যথেচ্ছভাবে টোল ট্যাক্স আদায় করছেন। অনেকেই মণিরুল ইসলামের কাছে টোল ট্যাক্স আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। মণিরুল ইসলাম সমস্ত অভিযোগ শুনে ঘটনাস্থলে পৌঁছালে তাঁর ওপর বেশ কয়েকজন যুবক চড়াও হলে কোনোক্রমে সেখান থেকে পালিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
মণিরুল ইসলাম জানান, “এভাবে অন্যায়ভাবে টোল ট্যাক্স আদায় করা যাবে না। টোল আদায়ের ক্ষেত্রে টোল মালিকদের এক বছরের চুক্তি থাকে। যদি সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে টোল আদায় করতে পারেন না। এছাড়া কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা টোল ট্যাক্স আদায় করা যাবে সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। ১০ চাকার, ১২ চাকার গাড়ি ও ১৪ চাকার গাড়িতে কত টাকা নেওয়া যাবে সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। এই ঘটনায় কংগ্রেসের প্রাক্তন বিধায়কের ইন্ধন রয়েছে। এর পিছনে কংগ্রেস জড়িত”।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি আরো বলা হয়েছে যে, “এভাবে অন্যায়ভাবে টোল ট্যাক্স আদায় করা যাবে না। একজন জনপ্রতিনিধির যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে। যেভাবে একজন জনপ্রতিনিধির ওপর হামলা চালানো হলো তাতে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।