নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সামনে আসন্ন বিধানসভা নির্বাচন আর তার আগেই শিলিগুড়ির সেবক রোডে গুরুদুয়ারার সামনে পিস্তল দেখিয়ে দু’জন দুষ্কৃতী খুনের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা দু’জন যুবক একটি বাইকে করে এসে একজন ব্যবসায়ীকে বন্দুক ঠেকিয়ে গুলি চালাবার চেষ্টা করে। ব্যবসায়ীর নাম বিবেক আগারওয়াল। প্রথমে বিবেক দুষ্কৃতীকে ধাক্কা দেয় এরপর তাদের চেঁচামেচিতে এলাকার লোকজন চলে আসলে ওই ২ জন যুবক ওখানে রিভলবার ও তাজা ম্যাগজিন ফেলে বাইকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।
https://www.youtube.com/watch?v=ZlcPgGnlpHw
Sponsored Ads
Display Your Ads Hereআপাতত পুলিশ তদন্তের স্বার্থে বিবেক আগারওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে। কি কারণে তাকে দুষ্কৃতীরা পিস্তল দেখালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে পিস্তল, বাইক ও তাজা গুলি উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
https://www.youtube.com/watch?v=ApmmVzdIjow