নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গত দু’দিনে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা ভারত-বাংলাদেশ স্থল বাণিজ্যকেন্দ্র মহদিপুরে তিনটি পেঁয়াজের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
জানা যায়, পেঁয়াজ ভর্তি ওই লরিগুলি বাংলাদেশে রওনা দেওয়ার উদ্দেশ্যে একটি বেসরকারি পার্কিং জোনে দাঁড়িয়ে ছিল। তিনটি গাড়িতে আগুন লাগানোর ফলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এক জন ব্যবসায়ী জানান,‘‘সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি একটি গাড়িতে করে এসে দেশলাই কাঠি ছুঁড়ে আগুন লাগাচ্ছে।’’
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একদল দুষ্কৃতী এলাকায় তোলাবাজি করে। কোনো ব্যবসায়ী তোলার টাকা না দেওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে। ইতিমধ্যে পুলিশ ওই দুষ্কৃতী দলকে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করে দিয়েছে।
বেসরকারী পার্কিং এলাকায় পুলিশ পিকেট বসিয়ে নজরদারী চালানো হচ্ছে। এছাড়া এই ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।