নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার গাজোল থানার ধর্মতলা এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা লুট করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালবেলা বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে সেই ব্যবসায়ী দম্পতি কালীপূজার পর জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছেন। আর এদিন ওই ব্যবসায়ী দম্পতির বাড়ির দরজা খোলা দেখে আশেপাশের লোকজনের সন্দেহ হয়। এরপর ওই ব্যবসায়ীর আত্মীয়দের খবর দিতেই চুরির বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
গাজোল থানার পুলিশ এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবেদন পোদ্দার নামে জনৈক ব্যক্তি ধর্মতলা এলাকার একটি বাড়ির নীচতলায় সপরিবারে ভাড়া নিয়ে থাকেন। কয়েকদিন ধরে নিবেদনবাবুর পরিবার জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছেন। এই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনাটি ঘটিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা নগদ অর্থ ও সোনার অলংকার সহ প্রায় দেড় লক্ষ টাকা লুট করেছে। এমনকি দুষ্কৃতীদের দল একটি এলইডি টিভি সহ আরো বেশ কিছু ঘরোয়া সামগ্রীর চুরি করে নিয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
নিবেদনবাবুর এক আত্মীয় মিঠু ঘোষ জানিয়েছেন, “এটা আমার দিদি-জামাইবাবুর বাড়ি। ওরা কালী পূজার পর সপরিবারে বেড়াতে গিয়েছেন। কয়েকদিন ধরে বাড়িতে কেউ ছিল না। বাড়ির মালিক ওপর তলায় থাকেন। তারাও এই ব্যাপারে কিছু জানতেন না”।