অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যান্ত্রিক গোলযোগের জেরে আজ সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন অবধি মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে অফিসের ব্যস্ত সময় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকে আবার বিকল্প উপায়ে গন্তব্যস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। আপাতত গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।
মেট্রোর জন্য যখন যাত্রীরা গিরীশ পার্ক স্টেশনে অপেক্ষমান, তখন ঘোষণা করা হয়, “দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার গাড়ি পর পর বেলগাছিয়া ও রবীন্দ্র সদন স্টেশনে দাঁড়িয়ে আছে।” কিন্তু এই ঘোষণার দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে, যাত্রীদের কাছে তা স্পষ্ট নয়। বরং এতে আরো বিভ্রান্তি তৈরী হয়েছিল। তবে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে কখন, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে শুধু বলা হয়েছে, “পরিষেবা স্বাভাবিক হলে জানিয়ে দেওয়া হবে।” প্রাথমিক ভাবে জানা গেছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকায় মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গতকাল দুপুরে সেন্ট্রাল এবং দমদম স্টেশনের মধ্যে প্রায় ত্রিশ মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল। দুপুরবেলা ১১ টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে এক জন ব্যক্তি মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর দুপুরবেলা ১২টা ২০ মিনিট অবধি সেন্ট্রাল ও দমদম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। যার কারণে সপ্তাহের প্রথম দিনেই যাত্রীদের মেট্রো বিভ্রাটের মুখোমুখি হতে হয়।