অনির্দিষ্টকালের জন্য রাজ্যে স্থগিত হয়ে গেল MBBS এ ভর্তি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দিন যতো যাচ্ছে, শিক্ষা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ডেন্টাল সহ এমবিবিএসের ভর্তি প্রক্রিয়াতেও কাউন্সিলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবটাই সময়ের অপেক্ষা।

সপ্তাহ দেড়েক আগেই এমবিবিএস ও বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় অর্থাৎ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দাখিলের কাজ রবিবার রাতে শেষ হয়ে গিয়েছিল। ফলে বুধবার ফলপ্রকাশের কথা ছিল। রাজ্যে পাঁচ হাজারের অধিক যে আসন রয়েছে, তাতে চয়েজ ফিলিং বা পছন্দের ভিত্তিতে নাম দাখিলের হিসাবে ইতিমধ্যেই এগারো হাজার পড়ুয়া যোগ্য বিবেচিত হয়েছেন। কিন্তু পর মুহূর্তেই কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। যার কারণে এই এগারো হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা তৈরী হয়েছে।

উল্লেখ্য, ডাক্তারী পড়ুয়াদের ভর্তি থেকে বার্ষিক পরীক্ষা, সমস্তটাই স্বাস্থ্য শিক্ষা এন‌এমসি’র গাইডলাইন মেনে প্রায় একই সময়ে হয়ে থাকে। তবে স্বাস্থ্য় ভবনের এই একটা সিদ্ধান্তের জন্য গোটা প্রক্রিয়া থেকে দেশের অন্যান্য রাজ্য়গুলির তুলনায় বাংলার মেডিকেল পড়ুয়ারা পিছিয়ে পড়বে। এছাড়া, একাংশ মেধাবী পড়ুয়া রাজ্যের বাইরে পাড়ি দিয়ে দেবে। ডাক্তারী পরীক্ষার ক্ষেত্রে ফলপ্রকাশ হলেও, রাজ্যে শেষ মুহূর্তে এসে কাউন্সিলিং প্রক্রিয়া আটকে গিয়েছে।


এদিন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সমস্ত পড়ুয়ারা পাশ করে ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তারা এবার হতাশ হয়ে পড়বেন। শিক্ষাক্ষেত্রে অরাজকতার পরিবেশ তৈরী হবে। আর গোটা সেশন দেরীতে শেষ হলে পরবর্তী জীবনেও নানা সমস্যা হবে। বিশেষ করে ইন্টার্নশিপ এবং চাকরীর ক্ষেত্রে সমস্যা তৈরী হবে। এই বিড়ম্বনা থেকে ফের দুর্নীতি তৈরী হতে পারে। আর ভর্তি বিলম্বিত হওয়ার কারণে বহু পড়ুয়াই এখানে ভর্তি হবে না। আসন ফাঁকা থাকবে। তখনই টাকা নিয়ে ব়্যাঙ্ক জাম্প করিয়ে পড়ুয়া ভর্তি করানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031