ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আচমকা আফগানিস্তানের রাজধানী শহর কাবুল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। এতে পুরো শহরবাসীর মধ্যে এই শব্দের আওয়াজে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু আপাতত এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।
সূত্রের ভিত্তিতে জানা যায়, শহরের মূল বাণিজ্যিক কেন্দ্র ‘শহর-এ-নয়ে’ প্রথমে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। এরপর এক নাগাড়ে গুলির শব্দ ভেসে আসতে থাকে। বিস্ফোরণের পর ওই এলাকার একটি হোটেলে আগুন জ্বলতে দেখা গিয়েছে। এই হোটেলটি বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও হঠাৎ করে হওয়া এই ধরণের চাঞ্চল্যকর ঘটনায় সমগ্র শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার ভীতি কাজ করছে।