নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশী অভিযান চালিয়ে নদীয়ার পলাশিপাড়া থানা এলাকার গোপীনাথপুর গ্রাম থেকে গাঁজা মজুত ও পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মানিক শেখ নামে এক জন ব্যক্তিকে। মানিক শেখের বাড়ি থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই এলাকায় মাদক পাচার চক্র সক্রিয় হচ্ছে। আর সূত্রের খবর অনুযায়ী রায়গঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা রানাঘাট ও উত্তর চব্বিশ পরগণায় পৌঁছে দেওয়ার কথা। তাই চক্রের মূল পাণ্ডা মানিককে হাতেনাতে গ্রেফতার করতে ফাঁদ পেতেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
মোবাইল টাওয়ারের লোকেশন এবং তার একাধিক সহযোগীর উপর নজরদারী শুরু করা হয়। কিন্তু মানিক পুলিশের এই নজরদারীর টের পেয়ে যাওয়ায় পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণ কিছু গাঁজা নিয়ে যায়। এদিকে পুলিশও গাঁজা পৌঁছানোর নিশ্চিত খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here