বাড়িতে ডেকে এনে প্রেমিককে খুন করলো প্রেমিকার পরিবার
নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামে মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে এনে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো যুবতীর বাবা সহ গোটা পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে ২১ বছর বয়সী টোটন মণ্ডলের প্রেমের সম্পর্ক তৈরী হয়। কিন্তু এই সম্পর্ক যুবতীর বাবা সঞ্জয় মণ্ডল মেনে নেননি। এমনকি বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই যুবতীর পরিবারের সদস্যরা টোটনকে খুনের হুমকি দিতে থাকেন।
ফলে সে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। রবিবার গভীর রাতে টোটনকে সঞ্জয়বাবু ও তার পরিবার বাড়িতে ডেকে পাঠান। এরপর থেকেই টোটনের মোবাইল বন্ধ করা ছিল। আর গতকাল গ্রামের একটি আমবাগানের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছাড়াও গলায় একটি দড়ি পেঁচানো অবস্থায় ছিল।
টোটনের পরিবারের অভিযোগ, “টোটনকে যুবতীর পরিবারের সদস্যরা পিটিয়ে খুন করে আমবাগানে ঝুলিয়ে দিয়েছিল”।এলাকাবাসীরা পুলিশকে খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে এসে টোটনের দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ইতিমধ্যে ইংরেজবাজার থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।