নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার শিবপুর ঘাটে গঙ্গার তীরে পুজোর ভাসান চলাকালীন ভয়াবহ বিপত্তি ঘটে গেল। বিশ্বকর্মার প্রতিমা বিসর্জনের সময় জোয়ারের টানে একটি লরি সমেত প্রতিমা গঙ্গায় তলিয়ে যেতেই মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। তবে শ্রমিকরা কোনোভাবে ওই লরি থেকে বেরিয়ে সাঁতরে পারে উঠে এসেছেন। এই ঘটনায় হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় বিশ্বকর্মা পুজোর প্রতিমা বিসর্জন দিতে ওই কারখানার ২২ জন শ্রমিক গিয়েছিলেন। কিন্তু প্রতিমা বির্সজনের সময় গঙ্গায় জোয়ারের টান যথেষ্ট ছিল। আর জলস্তর বেশ ভালোই ছিল। এদিকে যখন লরিটি গঙ্গার ঘাটে দাঁড় করানো হয়, তখন পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল।
তবে তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় হঠাৎ লরিটি পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়। ফলে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তারা লরি থেকে ঝাঁপ দিতে থাকেন। শিবপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লরিটি তোলার চেষ্টা করে। পাশাপাশি গোটা ঘটনাটি খতিয়ে দেখে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।