নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে অন্যান্য রাজ্যের পাশাপাশি জেরবার হয়েছিল মহারাষ্ট্র। একদিকে যেমন দৈনিক সংক্রমণ হাজারেরও বেশী ছিল। ঠিক অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছিল মৃত্যু মিছিল। তাই করোনা সংক্রমণে লাগাম টানতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লকডাউন ঘোষণা করেছিল।
লকডাউনের ফলে রাজ্যে করোনার গ্রাফ আপাতত অনেকটাই নিম্নমুখী। করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে তাই এবার ধীরে ধীরে মহারাষ্ট্রে আনলক পর্ব শুরু হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পঞ্চম স্তরে আনলক পর্ব শুরু করার কথা ঘোষণা করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
গোটা মহারাষ্ট্রের ৩৬ জেলাকে সংক্রমণের নিরিখে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরের জেলাতে যেখানে সংক্রমণ সবচেয়ে কম আছে সেখানে একেবারেই লকডাউন উঠে যাচ্ছে। এই প্রথম স্তরে মোট ১৮ টি জেলা আছে। এই সমস্ত জেলায় করোনার পজিটিভিটি হার ৫% এর কম। আর অক্সিজেন বেডের চাহিদাও ২৫% এর নীচে কমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর সংক্রমণের তীব্রতার নিরিখে বাকি জেলাগুলিকেও বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় স্তরে মুম্বই রয়েছে। কিন্তু মুম্বইতে লকডাউন না উঠলেও বিধিনিষেধের নিয়ম-নীতি কমানো হচ্ছে। স্তরভিত্তিক বাকি জেলাগুলিতেও সরকারী বিধিনিষেধের নিয়ম-নীতি ধীরে ধীরে হালকা করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
আগামী দিনে করোনা সংক্রমণ আর না বাড়লে গোটা রাজ্যেই লকডাউন তুলে নেওয়া হবে। যদিও এই মুহূর্তে রেল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে না।