মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভাঙড়ের পোলেরহাট থানার স্বস্ত্যয়নগাছি মণ্ডল পাড়ায় মদ্যপান করার সময় দুই যুবকের মধ্যে বচসা শুরু হলে এক জন অন্য জনের ঘাড়ে কোপ মারেন। এর জেরে উন্মত্ত জনতা অভিযুক্তকে মারধর করার পাশাপাশি তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করার সময় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তখন তারাপদ একটি ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে কোপ দিতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সফিকুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তারাপদকে হাতেনাতে ধরে ব্যাপক বেধড়ক মারধর করে। তারপর পোলেরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দু’জনকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে শারীরিক অবস্থার অবনতির জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই নির্মম ঘটনার কারণে এলাকাবাসীরা তারাপদ সহ তার পরিবারের সদস্যদের বাড়িতে আগুন ধরিয়ে দেন। আর নিমেষের মধ্যে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি পুলিশ এসে অন্য দু’টি বাড়িতে জল দিয়ে আগুন নিভিয়ে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here