দিনকয়েক ধরে হওয়া চুরি ও অগ্নিকাণ্ডের আতঙ্কে ত্রস্ত স্থানীয়রা
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বেশ কয়েক দিন ধরেই বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। কোথাও খড়ের পালুই আবার কোথাও দোকান-ঘর বাদ পড়েনি বনজঙ্গলও। এই ঘটনার জেরে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জেলার মতোই বেশ কিছু দিন ধরেই গঙ্গাজলঘাঁটির বড়জুড়িতেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। কখনো বাড়িতে চুরি কখনো বা অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তাই এই ধরনের ঘটনা এড়াতে গ্রামের মানুষরা রাত জেগে গ্রামে প্রহরীর ব্যবস্থা করেছে।
কিন্তু এরপরেও আজ তারা বাড়ি ফেরার পর পুনরায় সেই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বড়জুড়ির বাসিন্দা আশীষ সিংহ নামে একজন ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ আহত না হলেও মুহূর্তেই ঝলসে গেল বাড়ির ভেতরে থাকা একটি বাইক ও একটি সাইকেল।
স্থানীয় বাসিন্দাদের দাবী, “দীর্ঘদিন ধরে বড়জুড়িতে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা অব্যাহত রয়েছে। এসব ঘটনার পিছনে রয়েছে দুষ্কৃতি সংযোগ। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক”।