নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ কথায় বলে ‘গোদের উপর বিষ ফোড়া’। আর এ যেন ঠিক তাই। ঘূর্ণিঝড় ‘যশ’ এর তাণ্ডবে ইতিমধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা সহ অরণ্য জলমগ্ন হয়ে পড়েছে। এবার এরইমধ্যে নিজের প্রাণ বাঁচাতে বাঘটি লোকালয়ে ছুটে এসেছে।
দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির মৈপিঠ উপকূল থানা এলাকায় এই ঘটনায় রীতিমতো এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীরা বাঘটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দিলে তড়িঘড়ি কুলতলি বিট অফিসের বনকর্মীরা ছুটে আসেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে বাঘ ধরতে নেমে পড়েন। যদিও এখনো বাঘটিকে কোনোভাবে ধরা সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Hereকুলতলির অনেক জায়গায় বাঁধে ফাটল দেখা গেছে। তাই বৃষ্টির বেগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাঁধের ফাটলও চওড়া হবে। ফলে বাঘ আতঙ্কের মধ্যে বিপুল প্লাবনের সম্ভাবনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতিমধ্যে উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় শিবিরে সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে।