Indian Prime Time
True News only ....

বাঘ রূপী এক প্রাণীকে ঘিরে আতঙ্কিত এলাকাবাসী

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের ভাতারের এড়াচিয়া আদিবাসী পাড়ার কয়েকজন শৌচকর্ম করতে মাঠে গিয়ে খাঁচার মধ্যে বাঘের মতো জন্তু দেখতে পান। এই ঘটনাটি গোটা এলাকায় জানাজানি হতেই প্রচুর মানুষ ঘটনাস্থলে এসে জমায়েত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন থেকে ওই গ্রামের বাসিন্দা ফজুলা হেমব্রম মুরগীর খামারে মুরগী কমে যাচ্ছে দেখে খামারে খাঁচা পেতে রাখেন। এরপর কোনোভাবে ওই প্রাণীটি সেই খাঁচাতেই আটকে পড়ে।

বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের একজন কর্মী বলেছেন, “এই প্রাণীটির নাম ‘ফিশিং ক্যাট’ অর্থাৎ ‘মেছো বাঘ’ বা ‘মেছো বিড়াল’। অনেকটা বাঘের মতো দেখতে হওয়ায় সাধারণ মানুষ বাঘ ভেবে থাকেন”।

বন দপ্তরের আধিকারিক দিশা গোস্বামী জানিয়েছেন, “মেছো বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। এটি একটি রাজ্য প্রাণী। পূর্ব বর্ধমানে কম দেখা গেলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মেছো বিড়াল দেখা যায়। এর আগেও এই জেলায় দুটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে”।

বাঘের মতো দেখতে হওয়ার ফলে মেছো বিড়ালকে গ্রাম্য এলাকায় হামলার মুখে পড়তে হয়। অনেকসময় মানুষের হাতে মারাও যান। তবে এই মেছো বিড়ালটিকে বাঘ মনে করার কারণে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored