ক্রমশ নদীর জল বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন স্থানীয়রা

Share

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ প্রবল বৃষ্টি ও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমাগত বেড়েই চলেছে। জলের চাপে ইতিমধ্যেই নদীর বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। এছাড়া পাঁশকুড়ার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সেরহাটি সহ বিভিন্ন নদী পাড়ে ফাটল ধরা পড়েছে। এমনকি আঠারো নম্বর ওয়ার্ডের তীলোন্দপুর এলাকায় নদীর পাড়ে বড়ো ফাটলও দেখা দিয়েছে।

এরই মধ্যে হাউর, মাইসোরা, পাঁশকুড়া, গোবিন্দনগর, রাধাবল্লভপুর সহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়ে গেছে। যদিও ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকেরা নদী পাড় মেরামতের কাজ শুরু করে দিয়েছে।


পাঁশকুড়া এলাকা সবজি চাষের উপর নির্ভরশীল। সমস্ত সবজি জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছেন। গতকাল সারারাত তমলুকের সেচ দপ্তরের মহকুমা শাসক অভিরূপ মজুমদার, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার উদয়ন ভট্টাচার্য, পাঁশকুড়া বিডিও ধেনধূপ ভুটিয়া ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক সহ সেচ দপ্তরের আধিকারিকেরা নদীপাড়ে টহল দিয়েছেন।


যেমন একদিকে নদীর জল ক্রমাগত বেড়ে চলেছে ঠিক তেমনই মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ার ফলে এলাকার মানুষজন প্লাবনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031