অঞ্জন দাসঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ কথায় বলে ‘কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ’। একদিকে যখন ঘূর্ণিঝড় ‘যশ’ এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সাগরে জলস্ফীতি প্রবল আকার ধারণ করেছে। গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকার মানুষজনকে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগণার বাটানগরের বেশ কিছু মানূষ সেই নদীর পাড় ভেঙে আসা বন্যার জলে মাছ ধরতে মগ্ন হয়ে উঠেছে।
https://www.youtube.com/watch?v=hedpFsrSWE4

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
https://www.youtube.com/watch?v=ig1Q0uRrgYs
বন্যার জলে ভেসে আসা একাধিক মাছ তারা তাদের জাল দিয়ে ধরতে ব্যস্ত হয়ে উঠেছে। প্রাকৃতিক বিপর্যয়ের মতো এই দুর্দিনের মধ্যেও যে এই ধরণের কাজ করা যেতে পারে তা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









