চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা সল্টলেকের সেক্টর ফাইভে ওয়েবেল মোড় সংলগ্ন একটি বহুতলের গুদামে আগুন লেগে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীরা ওই বহুতলের এক তলার বন্ধ গুদামের ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দ্রুত দমকল বিভাগকে খবর দেন। এরপর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই গুদামের ভিতর বৈদ্যুতিন সামগ্রী ছিল। কিন্তু অন্য কোনো দাহ্য বস্তু ছিল কি না, তা ভালোভাবে দেখা হচ্ছে।