নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর থানার পিংলা থানা এলাকায় উত্তরবাড় গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বালিশ চাপা দিয়ে দু’বছরের শিশুকন্যাকে খুন করলো স্বয়ং মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না থানার আসনান গ্রামের বাসিন্দা পূজা জানার পিংলার উত্তরবাড় গ্রামের দেবাশীষ জানার সঙ্গে বিয়ে হয়েছিল। দেবাশীষ কর্মসূত্রে আন্দামানে রাজমিস্ত্রীর কাজ করেন। এদিকে বিয়ের এক বছর পর পূজা এই উত্তরবাড় গ্রামেরই বাসিন্দা দেবাশীষ মণ্ডলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
আর আজ এলাকার বাসিন্দারা জানতে পারেন যে পূজার দু’বছরের শিশুকন্যার বালিশ চাপা পড়ে মৃত্যু হয়েছে। কিন্তু পূজার উপর কয়েক জনের সন্দেহ হওয়ায় পূজাকে চাপ দিতেই সন্তানকে খুনের কথা স্বীকার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পূজা বলেন, ‘‘ওকে বালিশ চাপা দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি মেয়েটা মারা যাবে’’। অন্যদিকে দেবাশীষ বলেছেন, ‘‘আমার নাম জড়ানো হয়েছে কেন তা জানি না’’। তবে ইতিমধ্যে পিংলা থানার পুলিশ পূজা ও দেবাশীষকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here