নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল বাণিজ্য নগরী মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (এলআইসি) ভবনে আগুন লাগে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে জন্য দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। আটটি মোটর পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়েছে। এখনো পর্যন্ত আহত বা নিহতের কোনোরকম খবরা খবর পাওয়া যায়নি।
মুম্বই দমকল আধিকারিকরা জানিয়েছেন, “এলআইসি অফিস ভবনের তিন তলায় বেতন সঞ্চয় প্রকল্প বিভাগের কম্পিউটার, ইনস্টলেশন, ফাইল রেকর্ড, বৈদ্যুতিক তার ও কাঠের আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে গিয়েছে। কিন্তু এই আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।”