অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক দল ও গেরুয়া শিবির তালে তাল দিয়ে নেমে পড়েছে। পাশাপাশি তৃণমূল-বিজেপির সাথে পাল্লা দিতে বাম শিবিরও প্রস্তুত। তাই নির্বাচনের আগে জনসমর্থন টানতে আগামীকাল বাম শিবির ব্রিগেডে সমাবেশ করতে চলেছে। এই সমাবেশের তিন দিন আগেই ‘ব্রিগেড চলো’ গানও প্রকাশ করা হয়েছে।
আগামীকাল ডিওয়াইএফআই কাজের দাবীতে সমাবেশে আসার আহ্বান জানিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথায়, ‘‘নতুন বাংলা গড়ার লক্ষ্যেই এই লড়াই।’’ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই সমাবেশকে উল্লেখ করেন, ‘‘যৌবনের ডাকে জনতার ব্রিগেড।’’
আশা করা হচ্ছে, বাম শিবির আগামীকালের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরী করতে পারে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে এই রাজ্যে সিপিএম একা সাধারণত ৩২টি আসনে লড়াই করে। আর এবার কি হয় আপাতত সেদিকেই নজর রাজনীতিবিদদের।