নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ প্রাথমিক শিক্ষকের চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই যুবকের কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠলো মালদার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত ডুমুরিয়া এলাকায় শাসকদলের প্রভাবশালী নেতা তথা তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমানের বিরুদ্ধে।
প্রতারিত যুবক কৃষ্ণ মহালদার ও তার ভাই বিষ্ণু মহালদার জানায়, ‘‘চাকরীর আশায় পরিবারের শেষ সম্বল ছোটো একটি পুকুর বিক্রি করে তৈমুরের কাছে প্রায় সাত লক্ষ টাকা জমা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা দেওয়ার পর দীর্ঘ দিন কেটে গেলেও চাকরী মেলেনি। এদিকে টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’’
এই অভিযোগের জেরে জেলার তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এই বিষয় নিয়ে বিজেপির সম্পাদক কিষান কেডিয়া জেলার তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘‘তৃণমূল রাজ্য জুড়ে দুর্নীতি এবং কাটমানির রাজত্ব চালাচ্ছে।’’
অন্যদিকে জেলা তৃণমূলের নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর পাল্টা দাবী জানিয়ে বলেছেন, ‘‘দলের নাম ভাঙিয়ে কিছু লোক অসামাজিক কাজ-কর্ম করছেন। এগুলি কখনোই বরদাস্ত করা হবে না। আইন আইনের পথে চলবে।’’ তবে তৈমুর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন।