Indian Prime Time
True News only ....

কার্নিভাল বাতিলের দাবীতে আগামীকাল পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ জেলাগুলিতে পুজোর কার্নিভাল হয়েছে। আর আগামীকাল কলকাতায় পুজো কার্নিভাল। তাই এবার মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়ে বলেছেন, ‘‘বিকেল চারটে নাগাদ মমতার কার্নিভাল বয়কট করুন।’’

এদিন শুভেন্দু অধিকারী ‘‘দলীয় পতাকা ছাড়াই এই মিছিলে নামার জন্য আহ্বান করেছেন।’’ মিছিলে দলের বিধায়ক ও সাংসদরা উপস্থিত থাকবেন। কিন্তু পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, যেহেতু ধর্মতলায় কার্নিভালের কর্মসূচী এবং দ্রোহ কার্নিভাল রয়েছে। সেই কারণে মিছিল যেন সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত গিয়েই শেষ হয়ে যায়। তবে এই কথা পুলিশ জানালেও পরবর্তী পদক্ষেপ কী করা হবে তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, কার্নিভালের পাশাপাশি অভয়ার ন্যায়বিচার ও নিজেদের সুরক্ষার দাবীতে চিকিৎসকদের ডাকা দ্রোহ কার্নিভাল রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের আহ্বান করা হয়েছে যে, ওই দিন অনেক বিদেশের অনেক গেস্ট থাকবেন। ফলে তাঁরা যাতে দ্রোহ কার্নিভাল বাতিল করেন। নাহলে তাদের কাছে ভুল বার্তা যেতে পারে। যদিও চিকিৎসকরাও পরিষ্কার জানিয়েছেন, ‘‘তাঁরা কোনোভাবেই দ্রোহ কার্নিভাল বাতিল করবেন না।’’

Get real time updates directly on you device, subscribe now.