নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টির মধ্যেই পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধস নেমেছে। ভূমিধসের জেরে বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকে ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
এখনো অবধি ভূমিধসের কবল থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গত কয়েক দিন থেকে ব্যাপক বৃষ্টির প্রভাবে সোমবার নাসিকে গোদাবরী নদীর উপকূলে থাকা অনেকগুলি মন্দির একেবারে ডুবে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া গতকাল মৌসম ভবনের তরফে ১৪ ই জুলাই পর্যন্ত পুণে, নাসিক, কোলাপুর, পালঘর ও রত্নগিরি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আর আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য,গতকাল গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে টানা বৃষ্টিপাতের ফলে ছয় জন শিশু সহ প্রায় ১৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে সহস্র মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here