নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ দক্ষিণবঙ্গে তীব্র গরম হলেও বিগত দু’দিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দার্জিলিং ও কালিম্পঙে অনবরত বৃষ্টি হয়েছে। সিকিমে গ্যাংটকের কাছে ১৭ মাইলে ধস নামায় বেশ কয়েক জন আটকে পড়েছেন। এমনকি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
এছাড়া ১৭ মাইলের জাতীয় সড়ক কর্তৃপক্ষের ক্যাম্প অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওই অফিসে কাজ করার সময় বেশ কয়েক জন কর্মরত কর্মীরাই আটকে পড়েন। ব্ল্যাক ক্যাট ডিভিশনের জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আট জনকে উদ্ধার করে বাকিদের উদ্ধারের চেষ্টা করছেন।
যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে অনেকে গুরুতর আহত হওয়ায় নিকটতম সেনা হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। আবার সিকিমের ১৭ মাইলের পাশাপাশি দশ নম্বর জাতীয় সড়কের ২০ মাইলেও ধস নেমে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সিংথাম এবং রংপোর মধ্যে একাধিকবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে রাস্তা মেরামত করার কাজে প্রশাসনের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন।
অন্যদিকে সীমান্ত ছাড়িয়ে ভুটানের রাজধানী থিম্পুর সাথে সংযোগকারী সড়কও ধসের কারণে পুরোপুরি ভেঙে গিয়েছে। ক্রমাগত ভারী বৃষ্টির কারণে আর্চ ব্রিজের দিকে যাওয়ার সড়কে ফাটল ধরায় ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।