মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ নির্বাচন কেটে গেলেও ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। গতকাল রাতে উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর পূর্বপাড়া এলাকায় দুষ্কৃতীরা এক তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করলো। এছাড়া ওই তৃণমূল নেতার সঙ্গীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০ টা নাগাদ আকিপুরে বাসিন্দা তথা তৃণমূল নেতা মোফাজ্জল হক মণ্ডল খোলাপোতা বাজার থেকে একজনকে সাথে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। আর দুষ্কৃতীরা চার চাকার গাড়ি নিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে। ফলে মোফাজ্জল ও তার সাথী মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে মোফাজ্জলকে গুলি করে কুপিয়ে খুন করে।
Sponsored Ads
Display Your Ads Here
অপরজন বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকেও গুরুতর আঘাত করে চম্পট দেয়। এরপর মাটিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোফাজ্জল এবং তার সাথীকে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মোফাজ্জলকে মৃত বলে ঘোষণা করেন। মোফাজ্জল ও তার সাথী দু’জনের শরীরেই গুলি এবং ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
চাঁপাপুকুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা আবু ইশাক মণ্ডল এই ঘটনার খবর পেয়ে রাতেরবেলাই হাসপাতালে ছুটে যান। পাশাপাশি আবু ইশাক মণ্ডল বলেন, “মোফাজ্জেল দলের কোনো পদে না থাকলেও এলাকায় সমাজ কর্মী হিসেবে যথেষ্ট নামডাক ছিল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই খুন করা হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতের পরিবার ও দলের তরফে রাজনৈতিক কারণে এই হামলার ঘটনার অভিযোগ উঠলেও পুলিশের অনুমান যে, মোফাজ্জল ভেড়ির মালিক হওয়ায় এই খুনের পিছনে ভেড়ির ব্যবসা অর্থাৎ ব্যবসায়িক শত্রুতাও অন্যতম কারণ হতে পারে। আপাতত এখনো অবধি এই ঘটনার জেরে কাউকে গ্রেপ্তার না করায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।