নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল গভীর রাতেরবেলা আচমকাই কংসাবতী নদী লাগোয়া বাঁধ ভেঙে পড়লো। এর জেরে একটি পরিবারের বসতবাড়ি ভাসিয়ে নিয়ে গেল। তবে এলাকাবাসীদের প্রচেষ্টায় কোনোক্রমে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা চার জন সদস্যের প্রাণ রক্ষা হয়েছে। এই ঘটনায় গোটা পরিবার দিকবিদিক শূন্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের সামাট এলাকার বাসিন্দা আশীস বটব্যালের একমাত্র বসত বাড়িটি এলাকার কংসাবতী নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। তবু প্রশাসনের সাহায্য পাননি। এমনকি সাংসদ দেবও ওই হতাশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ উঠেছে। আর এই বাঁধ ভাঙার ফলে কৃষি প্রধান এলাকারও ক্ষতি হয়েছে। বিঘের পর বিঘে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। তবে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এই প্রসঙ্গে জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরণের সাহায্য করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here