নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের তুমাকুরুর মার্কোনাহাল্লি বাঁধে পনেরো জন মিলে পিকনিকে গিয়েছিলেন। হইহই করে খাওয়াদাওয়ার পর আড্ডার আসর শেষে সকলে মিলে ছবি তুলছিলেন। নানা বয়সের শিশুরাও ছিল। তখনই আচমকা বাঁধের জল ছাড়তেই স্রোতের প্রবল টানে সাত জন ভেসে গেলেন। মুহূর্তের মধ্যে শিশুরাও ভেসে গেল।
জানা যায়, ওই দিন দুপুরবেলা পনেরো জনের একটি দল সেখানে পিকনিক করতে গিয়েছিল। খাওয়াদাওয়ার পর সকলে বাঁধের উপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ওই সময় বাঁধে সাইফনের কারণে তীব্র স্রোত দেখা দেয়। ফলে টাল সামলাতে না পেরে সাত জন জলে পড়ে যান। কোনোমতে এক জন বেঁচে গেলেও বাকিরা স্রোতের টানে একেবারে ভেসে যান।
তুমাকুরুর পুলিশ ও দমকলবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নওয়াজ নামে এক জনকে উদ্ধার করে তাকে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপর দীর্ঘ তল্লাশি চালিয়ে আরো দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বাকি চার জন নিখোঁজ থাকায় তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত এবং নিখোঁজদের সকলেই নারী ও শিশু। কিন্তু ওই ঘটনা ঘটলো কিভাবে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here