নিজস্ব সংবাদদাতাঃ অসমঃ স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী জানা যায়, এশিয়া মহাদেশের মধ্যে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যু মিছিল বেড়েই চলেছে। একদিকে যেমন দেশে অক্সিজেন ঘাটতি তেমনই অপরদিকে হাসপাতালে বেডের অভাব। তাই করোনা পরিস্থিতিতে লাগাম টানতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে।
তবে অসম সরকার এবার করোনা পরিস্থিতিতে এক গুরুতর পদক্ষেপ গ্রহণ করলো। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী ২১ শে মে থেকে ৪ ঠা জুন পর্যন্ত অসমে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কেবলমাত্র অ্যাম্বুলেন্স, অক্সিজেন বহনকারী গাড়ি সহ অন্যান্য জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereগত ২৪ ঘণ্টায় অসমে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৩৯৪ জন। আর মৃত ৯২ জন। যার জেরে রাজ্য সরকার রাজ্যবাসীর নিরাপত্তার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে।